আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারীসমাজ - রিভিউ
"আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারীসমাজ' বইটি নিয়ে লিখেছেন জনপ্রিয় লেখক, চিন্তাবিদ ড.শামসুল আরেফিন শক্তি ভাই। সতীদাহ প্রথা প্রথম বন্ধ করেছিলেন শাহজাহান। (হিন্দু লেখিকার রেফারেন্স আছে, মনে পড়ছে না, পরে জানাবো ইনশাআল্লাহ)। শাহজাহান আইন করে বন্ধ করেন: কেবল স্বেচ্ছায় সতীদাহ হতে চাইলে, পারবে। জোর করে কাউকে সতীদাহ করা যাবে না। হিন্দু সেনাপতি ও রাজরাজড়া নির্ভর মোগল আমলে এর চেয়ে বেশি সম্ভব ছিল না। কেননা, এসব এলিট হিন্দু পরিবারের নারীরাই নিজ পতিভক্তি প্রমাণে এলিটত্ব বজায় রাখতে সতীদাহ হবার ইচ্ছে ব্যক্ত করতো। যেটা হরেদরে বন্ধ করে দেয়াটা পলিটিক্যালি কারেক্ট না। তুলনা করুন, আধুনিক সভ্যতার স্বেচ্ছামৃত্যু কনসেপ্ট ও কিউট সুইসাইড ক্যাপসুলটার ছবিটা। যে মরতে চায়, তাকে মরতে দাও। বাদশাহ আওরঙ্গজেব রহ. এর সময় এই আইনকে আরও নিয়মকানুন ও শর্তের বেড়াজালে আরেকটু 'অসম্ভবপ্রায়' করে ফেলা হয়। তবে সত্য কথা হল, সেসময় যাতায়াত ও পুলিশিং এখনকার মতো ছিল না বলে প্রত্যন্ত এলাকায় এই আইন 'হয়তো' শতভাগ বাস্তবায়ন হতো না। এবং এটাই স্বাভাবিক। বৃটিশ এসে আইন করে বন্ধ করার পরও নানা স্থানে হয়েছে। যে কারণে আলাপ...